Breaking News
বাগাতিপাড়ায় মাহফুজ নামের এক স্কুল শিক্ষার্থীর মরা দেহ উদ্ধার

বাগাতিপাড়ায় মাহফুজ নামের এক স্কুল শিক্ষার্থীর মরা দেহ উদ্ধার

মোঃ রাশেদুল আমল রুপক, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাহফুজ নামের এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেবনগর এলাকা থেকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মাহফুজ উপজেলার তকিনগর আইডিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ও চকগোয়াস গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। চার্জর চালিত আটো গাড়ি ছিনতায়ের ঘটনায় মাহফুজকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

জানাযায়, দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্র মাহফুজ পড়া লেখার পাশাপাশি তমালতলা বাজারে বাবার অটো গাড়ি মাঝেমধ্যে চালাতেন তিনি । বুধবার সন্ধায় জামনগর থেকে বনপাড়ায় ২ হাজার টাকার একটি রিজার্ভ ভাড়া ঠিক করা আছে বলে জানায় মাহফুজ। তার বাবা রাতে যাত্রি আনা নেযার কাজে বারবার নিষেধ করতেন। সেদিনও মাহফুজকে নিষেধ করেন। মাহফুজের আত্মবিশ্বাষ দেখে তারা ধারণা করেন খুব কাছের পরিচিত কারো রিজার্ভ ভাড়ায় যাবে সে। মাহফুজ সন্ধা সাড়ে সাতটার দিকে গাড়ি নিয়ে বের হন।  

পরদিন বৃহস্প্রতিবার সকাল ৭ টার দিকে ঝুমা সরেন নামের স্থানীয় এক নারী গুরুত্বর আহত অবস্থায় মাহফুজকে জামনগর ইউনিয়নের দেবনগর খৃষ্টান পাড়া এলাকার রাস্তার পাশে আমবাগান পড়ে থাকতে দেখে। বিষয়টি দেবনগর বাজারে স্থানীয়দের জানায় ঝুমা সরেন। স্থানীয়রা দ্রুত মাহফুজকে আহত অবস্থায় বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষন করেন। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন বলেন, থানা পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মরগে প্রেরণ করেছেন। তবে চার্জর চালিত আটো গাড়ি ছিনতায়ের ঘটনায় মাহফুজকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। এঘটনা উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। ময়না তদন্ত রিপোট পেলে আরও সঠিক কারন জানা যাবে বলে জানান।