Breaking News
বাগাতিপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বাগাতিপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
নাটোরে নবযোগদানকৃত জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বাগাতিপাড়ার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণের সাথে মত বিনিময় করেছেন।

 
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজনে ইউএনও নীলুফা সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নাটোর -১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার সহকারী কমিশনার (গোপনীয় শাখা) ইয়াসিন সাদেক, বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, মহিলা ভাইস চেয়ারম্যান খদেজা বেগম শাপলা, বাগাতিপাড়া পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।