Breaking News
বাগাতিপাড়ায় ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ইউনিয়ন পর্যায়ের সুবিধাভোগী ভাতাভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৩১ জুলাই) বিকেলে একডালা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও পাঁকা ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ওই ইউনিয়নের চেয়ারম্যান নয়েজ মাহামুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৮ নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও নীলুফা সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউনুচ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু, জেলা আওয়ামীলীগ সদস্য বেলাল উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন প্রমুখ।