Breaking News
বাগাতিপাড়ায় এক বীরনিবাস থেকে জলমটর চুরি

বাগাতিপাড়ায় এক বীরনিবাস থেকে জলমটর চুরি

মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ

 নাটোরের বাগাতিপাড়ায় এক বীর নিবাসের থেকে জলমটর চুরি হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরের পার্শে ঘোরলাজ গ্রাম থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম লোকমান আলীর জন্য নির্মাণ করা বাড়ীতে এ ঘটনা ঘটেছে। ঘটনাটি নিয়ে তাঁর পুত্র জাহাঙ্গীর আলম বাগাতিপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি( তদন্ত) শফিকুল ইসলাম ,ঘটনাটির অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।