মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে বোরহান কবির সপথ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। মৃত সপথ পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার সোলাইমান হোসেনের ছেলে।
জানা যায়, ঘটনার দিন বিকেলে সে বন্ধুদের সাথে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বাগাতিপাড়ায় এসেছিল। তাদের সেই খেলা অবস্থায় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তার সমস্ত শরীর পুড়ে কালো হয়ে যায়। পরে স্থানীয় মজুমদার ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।