মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া ১ নং পাঁকা ইউনিয়নে ২ টি পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে পৃথক পৃথক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এগুলোর উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এলজিআরডি অফিস সূত্রে জানা যায়, পাঁকা ইউনিয়নে চকগোয়াশ তমালতলা ব্রীজ সংলগ্ন চক তকিনগর জলিলের বাড়ী থেকে চকগোয়াশ দক্ষিণপাড়া জামে মসজি ভায়া নয়েজ চেয়ারম্যানের বাড়ী পর্যন্ত ৯৬ লক্ষ ৬ হাজার ১১৯ টাকা ব্যায়ে ১১৫০ মিটার। মালিগাছা - ছোট চিথলিয়া ভায়া বড় চিথলিয়া( সলইপাড়া সামাদের জমির নিকট হতে মালিগাছা ইউনুসের বাড়ী পর্যন্ত ৬০ লক্ষ ৮৭ হাজার ৪৫০ টাকা ব্যায়ে ৮০০ মিটার। এই কাজগুলো করেন, নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান খান ট্রেডার্স ও বিবর্তন ট্রেডার্স।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ইউনুচ আলী, বাগাতিপাড়া উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম, ১নং পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অরিফুর রহমান প্রমুখ।