বাগাতিপাড়াকে শতভাগ বয়স্ক ভাতার আওতায় আনা হবে- এমপি বকুল
মোঃ রাশেদুল আলম রুপক( নাটোর) প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ইউনিয়ন পর্যায়ের সুবিধাভোগী ভাতাভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট ) বিকেলে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও জামনগর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ওই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রাব্বানী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন ৫৮ নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল । তিনি বলেন, বাগাতিপাড়া উপজেলাকে শতভাগ বয়স্ক ভাতার আওতায় আনা হবে। ভাতার পিছনে মানুষকে দৌড়াতে হবে না। ভাতাই মানুষের পিছনে দৌড়াবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউনুচ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু, জেলা আওয়ামীলীগ সদস্য বেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।