Breaking News
বাগাতিপাড়ার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

বাগাতিপাড়ার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি সচিব দেল মোহাম্মদ ২০২৩-২৪ অর্থ বছরের ২ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৯১৪ টাকার বাজেট ঘোষণা করেন।

এতে রাজস্ব ব্যায় ধরা হয়েছে ২৬ লাখ ৪৬ হাজার ৮০৬ টাকা, উন্নয়ন আয় ৬৩ লাখ ৩৭ হাজার ৮৬৮ টাকা, উন্নয়ন ব্যায় ৫৯ লাখ ৮৪ হাজার ৭৬২ টাকা এবং উদ্বৃত্ত ৩ লাখ ৫৩ হাজার ১০৬ টাকা ধরা হয়েছে। এসময় বক্তব্য দেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম লেলিন এবং ইউপি সদস্য ইয়াছিন আলী। এছাড়াও বাজেট অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।