Breaking News
৭টি মুরগী খেয়ে মুরগীর খোপে শুয়ে ছিলো ১৫ফুট লম্বা অজগর

৭টি মুরগী খেয়ে মুরগীর খোপে শুয়ে ছিলো ১৫ফুট লম্বা অজগর

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য সোনাতলা গ্রাম থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা। সোমবার সকালে স্থানীয় জেলে রফিকুল হাওলাদারের বাড়ির মুরগির খোপ থেকে উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ৩০ কেজি। অজগরটিকে দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়।


ভিটিআরটি দলনেতা মো. খলিল হাওলাদার জানান, সকালে মুরগী ছাড়াতে যান রফিকুল হাওলাদারের স্ত্রী শাহনাজ বেগম। খোপ খুলতে গিয়ে ভেতরে অজগর দেখে ভয়ে চিৎকার দিয়ে সরে যান। বিষয়টি গৃহকর্তা রফিকুল ফোন করে জানালে বেলা ১১টার দিকে গিয়ে ওই বাড়ির মুরগির খোপ থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে ওয়াইল্ড টিমের মাঠ সমন্বয়কারী আলম হাওলাদারের কাছে হস্তান্তর করা হয় অজগরটি।


ওয়াইল্ড টিমের মাঠ সমন্বয়কারী মো. আলম হাওলাদার জানান, ভিটিআরটির সদস্যরা অজগরটি উদ্ধার করে তার হাতে তুলে দেন। পরে সাপটি শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। অজগরটি রাতের কোনো এক সময় মুরগির খোপে ঢুকে সাতটি মুরগী খেয়ে খোপেই অবস্থান করছিল।


পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করে অফিসে নিয়ে আসেন। দুপুরে সেটি বনে অবমুক্ত করা হয়েছে। ১৫ ফুট লম্বা অজগরটির ওজন ৩০ কেজির বেশি।