Breaking News
কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল জেলা যুবলীগ

কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল জেলা যুবলীগ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লবের উদ্যোগে কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিল যুবলীগের নেতাকর্মীরা।

বুধবার (৩ মে) দিন ব্যাপী জেলা যুবলীগের নেতাকর্মীরা নোয়াখালীর সদর উপজেলার অর্শ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের স্থানীয় কৃষক মন্নানের ১০০ শতাংশ জমির ধান কেটে দেন। এতে কৃষক পরিবার খুব খুশী।

এদিকে শ্রমিক ও আর্থিক সংকটে  কৃষকের পাশে এমন মানবিক কাজে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব এগিয়ে আসায় সাধারন মানুষ ব্যাপক প্রশংসা করেন।

জানা যায়, নোয়াখালী জেলায় পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা। এ সময় কৃষকরা শ্রমিক ও আর্থিক সংকটে পড়ে। সময় মত ধান কেটে বাড়িতে আনতে না পারায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। কৃষকের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহবানে ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা  বীরমুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুলের ছেলে ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব নেতাকর্মীদের সাথে নিয়ে নোয়াখালীর সদর উপজেলার অর্শ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের স্থানীয় কৃষক মন্নানের  ১০০ শতাংশ জমিতে ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌছে দেন।  

এ সময় ধান কাটা কর্মসূচীতে অংশগ্রহন করেন  নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন, সাবেক সহ-সভাপতি ইউনুস হায়দার আবির, ইয়াছিন আরাফাত ফয়সাল, মোঃ দাউদ, নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পুলক রায়সহ অন্যান্য প্রমূখ।

কৃষক আব্দুল মন্নান জানান, আমি বহু কষ্টে ১০০ শতাংশ জমিতে ধান চাষ করছি। বর্তমানে শ্রমিক সংকট ও শ্রমিক মূল্য বেশী  হওয়ায় আর্থিক সংকটের ধান কেটে বাড়িতে আনা নিয়ে দুঃচিন্তায় ছিলাম। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব ভাইসহ নেতাকর্মীরা আমার ধান কেটে বাড়িতে পৌছে দেওয়ায় আমার উপকার হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এসব নেতাকর্মীদের দোয়া করছি।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এ আহবানে অসহায় অসায় কৃষকদেও পাকা ধান কেটে বাড়িতে পৌছে দেওয়ার এ কর্মসূচী পালন করি। আমাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।

  • 346
  • 11 months ago
টাকার জন্য মাকে কোপাল আপন ছেলে ও তার স্ত্রী

টাকার জন্য মাকে কোপাল আপন ছেলে ও তার স্ত্রী

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর ডাসার উপজেলার আপন পুত্র রাসেল হাওলাদার ও তার স্ত্রী পলি বেগমসহ কয়েকজনে মিলে তার মা আনোয়ারা বেগমকে (৫০) টাকা জন্য কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বুধবার (০৩ মে) বিকেলে উপজেলার ছোট বনগ্রাম এলাকার মৃত্যু আলমগীর হাওলাদারের স্ত্রী আনোয়ারা বেগমের বসতঘরে এ ঘটনা ঘটে।আহত মা আনোয়ারা বেগমকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মা আনোয়ারা বেগম বাদি হয়ে ডাসার থানায় বুধবার রাতে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন,ছোট বনগ্রাম এলাকার মৃত্যু আলমগীর হাওলাদারের রাসেল হাওলাদার(৩২), রাসেল হাওলাদারের স্ত্রী পলি বেগম(২৬), দুলাল হাওলাদারের(৫০) স্ত্রী কানকলি(৪৫)।

ভুক্তভোগী মা আনোয়ারা বেগম ও মামলার বিবরণ থেকে জানা যায়, রাসেলের বাবা মৃত্যুর আগে ১০ লাখ টাকা রাসেলের মা আনোয়ারা বেগমের কাছে রেখে গেছে, এমন দাবী করে রাসেল তার মা আনোয়ারা বেগমের কাছে টাকা দাবী করে। তবে তার মা তাকে জানান তার বাবা মৃত্যুর আগে কোন টাকা পয়সা রাখে নাই।একথা রাসেলের মা রাসেলকে শতবার বুঝানোর চেষ্টা করলেও রাসেল তার মায়ের কথা বিশ্বাস করে না। টাকা চেয়ে টাকা না পেয়ে রাসেল ও তার স্ত্রী পলি বেগম মিলে মা আনোয়ারা বেগমকে কুপিয়ে জখম। পরে আনোয়ারা বেগমের মেঝো ছেলে নাসির হাওলাদার বাঁচাতে এলে তাকেও তারা মারধর করে। নাসির হাওলাদার স্থানীয়দের সহযোগিতায় তার মাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

মা আনোয়ারা বেগম বলেন, আমার ছেলে রাসেল ও তার বউ পলি বেগম আমাকে এর আগে অনেক কয়েকবার মারধর করেছে। সে কোথার কি জানি শুনে এসেছে, যে তার বাবা মৃত্যুর আগে তার বাবা না কি আমার কাছে ১০ লাখ টাকা রেখে গেছে।তার বাবা মৃত্যুর পূর্বে টাকা রেখে যাওয়া তো দূরের কথা সে তো মৃত্যুর পূর্বে অনেক টাকা ঋণ হয়েছিল।একথা আমি আমার ছেলেকে শতবার বুঝানোর চেষ্টা করলেও সে আমার কথা না শুনে। টাকা জন্য আমার ছেলে আমাকে দা দিয়ে কোপ মেরে আমার মাথা ফাটিয়েছে।এবং তার স্ত্রী পলি বেগমসহ কয়েকজনে মিলে আমার মাথার চুল ধরে টানা হেচড়া করে মাটিতে ফেলে কিল, ঘুষি লাথি ও চড়-থাপ্পড় মারতে থাকে।

তারপরে আমার ছেলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আমি আমার ছেলের এবং তার সহযোগীদের বিচার চাই।

ছেলে নাসির হাওলাদার বলেন, সামান্য টাকার মিথ্যা অপবাদ দিয়ে তারা আমার মাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে কুপিয়েছে এবং আমাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে। যেই মা দশ মাস দশ দিন পেটে ধারণ করছে কত কষ্ট করছে এই মাকে এভাবে মারছে আমি আমার ভাই এবং তার স্ত্রী ও তাদের সহযোগিদের বিচারের দাবি জানাই।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান বলেন,বিষয়টি একেবারে দুঃখজনক।ছেলে তার মায়ের সাথে এরকম করতে পারে। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।

  • 348
  • 11 months ago
ফরিদপুরে হতদরিদ্র জেলের জাল-নৌকা পুড়িয়ে দিলো দুবৃর্ত্তরা

ফরিদপুরে হতদরিদ্র জেলের জাল-নৌকা পুড়িয়ে দিলো দুবৃর্ত্তরা

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকার হতদরিদ্র জেলে সুশান্ত মালোর জাল ও নৌকা পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। ফলে হতদরিদ্র সুশান্ত মালো জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মানবেতর ভাবে দিন কাটাচ্ছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতের যে কোন সময়। এ ঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছে সুশান্ত মালো।

থানায় অভিযোগ এবং সুশান্ত মালো জানান, তিনি দীর্ঘ ২০-২২ বছর ধরে ফরিদপুরের বাখুন্ডা ব্রীজ থেকে নিখুরদি বৌঘাটা ব্রীজের মধ্যবর্তী কুমার নদীতে বেড় জাল দিয়ে মাছ শিকার করতেন। মাছ শিকার করে যা পেতেন তা দিয়েই তিনি তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কোন রকমে চলতেন। ঐ দিন রাত ৮টার দিকে তিনি বেড়জালসহ নৌকাটি কুমার পাড়ে প্রতিদিনকার মতো বেঁধে রেখে বাড়ীতে চলে যান। পরে বুধবার ভোর ৪টার দিকে তিনি নদীর পাড়ে গিয়ে দেখতে পান জালসহ নৌকাটিতে কে বা কাহার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সুশান্ত মালো বলেন, তার একমাত্র সম্বলই ছিল জাল ও নৌকা। এটি হারিয়ে তিনি একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। মাছ ধরে বিক্রি করতে না পারলে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে না খেয়ে থাকতে হবে বলে জানান।

সুশান্ত মালো বলেন, তার সাথে কারো কোন শক্রুতা ছিলনা। কারা তার এতবড় সর্বনাশ করলো তিনি জানেন না। স্থানীয় বৌঘাটা নিখুরদী এলাকার একাধিক বাসিন্দা জানান, সুশান্ত মালো একেবারেই হতদরিদ্র। মাছ শিকার করেই সে জীবিকা নির্বাহ করতো। শক্রুতাবসত যারা এ কাজটি করেছে তারা এমন কাজটি না করলেও পারতো। এ ঘটনায় সুশান্ত মালো কোতয়ালী থানায় একটি অভিযোগ দিয়েছেন।

  • 349
  • 11 months ago
ফরিদপুরে মোটর সাইকেলে আহত হওয়ার পরে ট্রাকের চাপায় মৃত্যু

ফরিদপুরে মোটর সাইকেলে আহত হওয়ার পরে ট্রাকের চাপায় মৃত্যু

মাহবুব পিয়াল, প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরে ট্রাকের চাপায় পলাশ শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় জব্দ করেছে।

নিহত পলাশ শেখ আলিপুরের আলিমুজ্জামান ব্রিজ সংলগ্ন লালন নগরের বাসিন্দা মৃত শেখ মিলনের ছেলে। তিনি শারিরীকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তার ডান হাত ও ডান পা কিছুটা প্যারালাইজড ছিলো।

কোতোয়ালি থানার এসআই আরাফাত হোসাইন জানান, ট্রাকটি লালন নগর বস্তি হয়ে ব্রিজ অতিক্রম করার আগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ট্রাকটি (কুষ্টিয়া-ট-১১-১২১৬) জব্দ করেছে। এব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাহফুজুর রহমান বিপ্লব জানান, অসুস্থ পলাশ রাস্তা অতিক্রম করার সময় প্রথমে একটি মোটর সাইকেলের লুকিং গ্লাসের সাথে আঘাত লেগে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করার আগেই দ্রুতগামী ট্রাকটি এসে তাকে চাপা দেয়। এসময় মোটর সাইকেল চালক সহ ট্রাক চালক ও হেলপার গাড়ি থেকে নেমে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সম্প্রতি শহরে বিরামহীনভাবে বালিবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে সাধারণ জনগণের চলাচল বিঘ্নিত হচ্ছে। তারা এসব ট্রাক চলাচল নিয়ন্ত্রণেরও জোর দাবি জানান।

  • 354
  • 11 months ago
বাগেরহাটে অস্ত্রের মুখে ধরে নিয়ে যুবককে পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

বাগেরহাটে অস্ত্রের মুখে ধরে নিয়ে যুবককে পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

বাগেরহাট প্রতিবেদকঃ
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে আরিফ হাওলাদার (৩০) নামের এক যুবকের দুই পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা।

 বুধবার (০৩ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার পাটরপাড়া এলাকায় ওই যুবকের বাড়ির সামনে থেকে ধরে একই এলাকার ইমরান খান নামের এক ব্যক্তির বাড়ির পাশের বাগানে নিয়ে যায়। সেখানে লোহার রড দিয়ে পিটিয়ে আরিফের দুই পা ভেঙ্গে দেওয়া হয়। এক পর্যায়ে আরিফের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। এরপর উদ্ধার করে আরিফকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (০৪ ম) সকালে সাত জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করছেন আহত আরিফের ভাই মোঃ শামীম হাসান। এই মামলায় আনোয়ার ওরফে আনা খান নামের একজনকে গ্রেপ্তার করছে পুলিশ।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আরিফ বলেন, দাউদ শেখ, আনোয়ার ওরফে আনা খানসহ কয়েক জন অস্ত্রের মুখে আমাকে ধরে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে। বিনা অপরাধে আমার পা ভেঙ্গে দিল। আমি এর কঠিন শাস্তি চাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, পা ভেঙ্গে দেওয়ার মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে ।

  • 355
  • 11 months ago
এক জাহাজে মোংলায় এলো ৭০৩ টি রিকন্ডিশন গাড়ি

এক জাহাজে মোংলায় এলো ৭০৩ টি রিকন্ডিশন গাড়ি

বাগেরহাট প্রতিবেদকঃ
৭০৩টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে জাপান থেকে মোংলা বন্দরে এলো ‘এমভি মালয়েশিয়া স্টার’ নামের একটি জাহাজ

বৃহস্পতিবার(০৪ মে) সকালে "এমভি মালায়েশিয়া" নামক ওই জাহাজটও গাড়ি নিয়ে বন্দরের ৮নম্বর জেটিতে নোঙ্গর করে। রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে।

মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজটিতে এক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি রয়েছে। এগুলো জাপান থেকে সিঙ্গাপুর হয়ে মোংলা বন্দরে এসেছে। এর আগে এই চালানের ৫৫৯টি গাড়ি খালাস করা হয়েছিল।

এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, অর্থনৈতিক সংকটের কারণে গত বছরের আগস্ট থেকে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিল। এখন সংকট কেটে গেছে, তাই গাড়ি আমদানি বেড়েছে। চলতি মাসের ১৯ ও ২১ মে দুই বিদেশি জাহাজ আরও গাড়ি নিয়ে মোংলায় আসবে।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, গেল বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলার সংকট ছিল। জানুয়ারি মাসের পর ডলার ছাড় করা হয়েছে। তাই আমরাএখন গাড়ি আমদানি করছি।

মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মাহফুজ আহমেদ বলেন, গাড়ি আমদানি কমায় এক বছরে মোংলা কাস্টমসের ৪০০ কোটি টাকার রাজস্ব আদায় কমেছে। এ বছর গাড়ি আমদানি বাড়ায় রাজস্ব বাড়বে বলে আশা প্রকাশ করপন তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মত বাংলাদেশেও প্রভাব পরেছিল। যার কারণে গাড়ি আমদানি কমে গিয়েছিল। নতুন করে গাড়ি আমদানি বৃদ্ধি পেয়েছে। আশাকরি রাজস্বও বাড়বে।


  • 356
  • 11 months ago
জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তন বিষয়ক ও বাংলাদেশ নদী শাসন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৫ মে) বেলা ১১টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হল রুম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  

উক্ত সেমিনারে সভাপতি হিসেবে বক্তৃতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির  সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ।  
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন।  

এ ছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফেজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।  

বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য রাখেন,অধ্যাপক এ কে এম এনামুল হক পিএইচডি, জাকির হোসেন খান, ড.শেখ ফরিদুল ইসলাম।  

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বনও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান বাবুল, নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল প্রমূখ।  

সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে উঠতে কার্যকর নীতি ও পরিকল্পনার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।  

  • 357
  • 11 months ago
লালমনিরহাটে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

লালমনিরহাটে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ সাইফুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

হাতীবান্ধা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (০৫ মে) ভোররাতে উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তলসহ দেশের চিহ্নিত মাদক কারবারি সাইফুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ৭.২৫, ৩ রাউন্ড তাজা বুলেট,একটি ম্যাগজিন ও ৩৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আব্দুল গফুরের ছেলে। সে একজন চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে চট্রগ্রামে থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবার চালান পাচার করে আসছে। সেখানে তার নামে একটি মাদকের মামলাও রয়েছে। তার গ্রামের বাড়ি লাললমনিরহাটের হাতীবান্ধা পূর্ব নওদাবাস গ্রামে। মাঝে মাঝে বাড়িতে বেড়াতে আসে। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম কে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, তাজা বুলেট, একটি ম্যাগাজিন ও ৩৭৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে স্থানীয় থানায় দুটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।,


  • 358
  • 11 months ago
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ ৫ মে ২০২৩ শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো- ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন, ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইবিএ’র ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৪,৮৫৩জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

  • 359
  • 11 months ago
নোয়াখালীর ২ কিশোরী ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার

নোয়াখালীর ২ কিশোরী ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলা থেকে এক সাথে নিখোঁজের পাঁচদিন পর ২ কিশোরীকে ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৬ মে) দুপুর ১টার দিকে এ সব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

 তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে ২ কিশোরীকে উদ্ধার করা হয়। এর আগে, গত ৩০ এপ্রিল তারা নিখোঁজ হয়। এসপি আরো বলেন, গত ১ মে নিখোঁজ দুই কিশোরীর অভিভাবক সুধারাম মডেল থানায় দুটি নিখোঁজ ডায়রি করেন। এরপর তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে।

তদন্তে জানা যায়, নিখোঁজ কিশোরীরা একে অপরের বান্ধবী। তাদের একজন (২০) বছর বয়সী শিক্ষার্থী,অপরজন ১৯ বছর বয়সী, সে এক প্রবাসীর স্ত্রী। উভয়েই সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটক আসক্ত। টিকটক ব্যবহারের এক পর্যায়ে তাদের সাথে ঢাকার একটি টিকটকার দলের সঙ্গে পরিচয় হয়।

অপর এক প্রশ্নের জবাবে এসপি বলেন, পরিচয়ের এক পর্যায়ে ঢাকার ওই টিকটকার দল তাদের জীবনকে উপভোগ করার রঙিন জীবনের স্বপ্ন দেখায়। একপর্যায়ে রঙিন দুনিয়ার মোহে পড়ে ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টার ঘটিকার দিকে এক সাথে দুই বান্ধবী ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘন্টার অভিযান চালিয়ে টিকটকার দলের অস্থায়ী আবাসের সন্ধান পায়। পরে ঢাকার পল্লবী থানা এলাকায় টিকটকারদের অস্থায়ী আবাসে অভিযান পরিচালনা করে পুলিশ। টিকটক দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে নিখোঁজ ২ কিশোরীকে রেখে পালিয়ে যায়। ডিবি পুলিশ তাদের উদ্ধার করে।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো বলেন, যথাসময়ে উদ্ধার না হলে দুই কিশোরীকে ভারতে পাচার বা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার হতো বলে ধারণা করা হচ্ছে। ঢাকার টিকটক দলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

  • 360
  • 11 months ago
সুন্দরবনে চালু ইন্টারপ্রিটেশন ও ইনফরমেশন সেন্টার

সুন্দরবনে চালু ইন্টারপ্রিটেশন ও ইনফরমেশন সেন্টার

বাগেরহাট প্রতিবেদকঃ
সুন্দরবনে করমজল ইন্টারপ্রিটেশন এ্যান্ড ইনফরমেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৬ মে) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে এই সেন্টারের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।

 এসময়, খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন, চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক রানা দেব, করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবিরসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেন, প্রাকৃতিকভাবে সৃষ্ঠ বিস্ময়কর একটি বিষয় সুন্দরবন।ঝড়-জলচ্ছাসে বাগেরহাট, খুলনা, সাতক্ষিরা, পিরোজপুর, বরগুনার মানুষের ঢাল হয়ে থাকে সুন্দরবন। এই সুন্দরবনকে রক্ষায় আমাদের সকলের সোচ্চার হতে হবে। বন ও জীব বৈচিত্রের কোন ক্ষতি হয় এটা কখনই না করার অনুরোধ করেন তিনি।

পরে দর্শনার্থীদের জন্য করমজলের নলবুনিয়া খালের উপর একটি ঝুলন্ত সেতু উদ্বোধন উপ-মন্ত্রী। এবং প্রজনন বৃদ্ধির জন্য ৬টি কুমিরকে খালে অবমুক্ত করেন তিনি।

প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত ২তলা বিশিষ্ট এই ইন্টারপ্রিটেশন ও ইনফরমেশন সেন্টারে সুন্দরবনের বিভিন্ন প্রাণির মমি, কঙ্কাল ও বিস্তারিত তথ্য সম্বলিত পুস্তিকা বা লিপলেট থাকবে। সুন্দরবনের বিশালতা, গাছ-গাছালি, প্রাণি বৈচিত্র, নদী-নালাসহ সব বিষয়ে তথ্য পাওয়া যাবে এই সেন্টারে। সেই থাকে দর্মনার্থীদের ব্যাখা করেও বোঝানো হবে সুন্দরবন সম্পর্কে।

করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘ইন্টারপ্রিটেশন ও ইনফরম শন সেন্টার
’ নামে যে তথ্য কেন্দ্রটি চালু হলো, এটার খুব প্রয়োজন ছিল।

প্রতিদিন এই বনে দেশি–বিদেশি ভ্রমণ পিপাসুরা আসেন। কিন্তু বন সম্পর্কে তারা সঠিক ধারণা পান না, কারণ তাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য নির্দিষ্ট করে কোন তথ্য কেন্দ্র বা ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত ছিল না।। পর্যটকেরা সুন্দরবনকে উপভোগ, সুন্দরবন সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি সুন্দরবন সম্পর্কে শিক্ষা এবং গবেষণায় কাজে লাগবে।

  • 361
  • 11 months ago
বন্ধুর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, মুঠোফোনে নগ্ন ভিডিও ধারণ

বন্ধুর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, মুঠোফোনে নগ্ন ভিডিও ধারণ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসী বন্ধুর স্ত্রীকে (২২) তুলে নিয়ে ধর্ষণ করে মুঠোফোনে নগ্ন ভিডিও-ছবি ধারণের অভিযোগে থানায় মামলা হয়েছে।  

শনিবার (৬ মে) এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৪। এর আগে, গত বৃহস্পতিবার ৪ মে রাত আড়াইটার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে এ ঘটনা ঘটে।  

অভিযুক্ত যুবকের নাম মো.সোহেল (৩০)।  সে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিন সর্দারের নতুন বাড়ির সাহাব উদ্দিন সর্দারের ছেলে।  

ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমকে দুই বছর আগে পারিবারিক ভাবে উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় ৪লক্ষ টাকা দেন মোহরে ভিডিও কলে বিয়ে দেওয়া হয়। অভিযুক্ত যুবক ভিকটিমের স্বামীর বন্ধু। ভিকটিমের স্বামী প্রবাসী। নিজে প্রবাসে থাকায় সে তার বন্ধু সোহেলের মাধ্যমে তার শ্বশুর বাড়িতে বিভিন্ন বাজার সদাই করে দিত।  এ সুযোগে বন্ধুর স্ত্রীর সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।  গত বৃহস্পতিবার ৪ মে রাত আড়াইটার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে গেলে ওৎ পেতে থাকা সোহেল তাকে জোরপূর্বক অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মুঠোফোনে নগ্ন ছবিও-ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী পরিবার অপহরণকারীর পরিবারকে ভিকটিম উদ্ধারে চাপ সৃষ্টি করলে গতকাল ৬ মে রাত সাড়ে ১২টার দিকে অপহরণকারী ভিকটিমকে বসুরহাট বাসস্টেশনে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে।

এজাহার সূত্রে আরো জানা যায়, এর আগেও সোহেল ভিকটিমকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে আসছে। সোহেল ভিকটিমকে হুমকি দেয় তার সাথে প্রতিনিয়ত কথা এবং শারীরিক সম্পর্ক বজায় না করলে মোবাইলে থাকা নগ্ন ছবিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার। একই সাথে ভিকটিমকে খারাপ কাজে বাধ্য করতে নগ্ন ছবিও ভিডিও তার মুঠোফোনে সংরক্ষণে রাখে। ব্ল্যাকমেইল করতে ভুক্তভোগী গৃহবধূর মুঠোফোনে তার নগ্ন ভিডিও ছবি প্রেরণ করে সোহেল।        

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ মামলা হয়েছে।  ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

  • 362
  • 11 months ago
ভূরুঙ্গামারীতে ১২ জুয়ারি আটক

ভূরুঙ্গামারীতে ১২ জুয়ারি আটক

মোঃ আরিফুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার নগদ ১৪,৩০০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার সহ ১২ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ ।

থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ৬ মে শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট খাটামারী গ্রামে টাকা দিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করে থানা পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলো উপজেলার ছোট খাটামারী গ্রামের মৃত তারাব আলীর ছেলে মজিবর (৫০), মৃত আব্দুল বারেকের ছেলে রুবেল (৩৫), মৃত হাছেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫), নওশাদ আলীর ছেলে আফজাল হোসেন (৩২),
জামাল উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০), মৃত ইসাহাক আলীর ছেলে সাগর (৩৫), আব্দুল মালেকের ছেলে আলাল মিয়া (৩০), মৃত শওকত আলীর ছেলে নুরুন্নবী (৩০), আব্দুল আজিজের ছেলে আয়নাল হক (৪০), আবুল হোসেনের ছেলে
বেল্লাল হোসেন (২৫), বড় খাটামারী গ্রামের সোনা মিয়ার ছেলে আলম (৪০) ও আইকুমারী ভাতি গ্রামের রোস্তম আলীর ছেলে তরিকুল ইসলাম (৫০)।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানার মামলা নং ০৬ তাং ০৭/০৫/২০২৩ ইং, ধারাঃ ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়েছে এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভূরুঙ্গামারীর সাধারণ জনগনের সহযোগীতা ও সমর্থনে জুয়া ও মাদক নির্মূলে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

  • 363
  • 11 months ago
সমাজ থেকে মাদক নামের এ ব্যাধি সমূলে দূর করতে হবে "ওসি নজরুল ইসলাম "

সমাজ থেকে মাদক নামের এ ব্যাধি সমূলে দূর করতে হবে "ওসি নজরুল ইসলাম "

আরিফুল ইসলাম ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আমাদের সমাজের প্রতিটি স্তরে বিচরণ করছে সর্বনাশা মাদক। ঘুনে পোকার মত কুরে কুরে খাচ্ছে মানব অস্থিমজ্জা। এ ভয়ানক পরিস্থিতিতে উদ্বিগ্ন বাংলাদেশসহ সারা বিশ্ব। অভিভাবকরা আতঙ্কিত, উৎকণ্ঠিত। মাদককে ঘিরে যেসব সমস্যা তৈরি হয় সেটা একটা পরিবারকে বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যায়। মাদক সমস্যা পারিবারিক ক্ষেত্র থেকে ছড়িয়ে যায় সমাজের গন্ডিতে। শেষ পর্যন্ত সেটা রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয়।

বাংলাদেশের উত্তরাঞ্চলের তিন দিকে ভারত বেষ্টিত থানা ভূরুঙ্গামারী। দেশের বেশি ভাগ মাদক আসে ভারত সীমান্ত দিয়ে।এই থানা তিন দিক থেকে সীমান্ত বেষ্টনী হওয়ায় মাদক কারবারিদের বিচরণও বাড়ছে। অন্যান্য থানার চেয়ে আয়তনে ও জনসংখ্যায় ছোট হলেও মাদকের জন্য ভূরুঙ্গামারী গুরুত্বপূর্ণ । এমন একটি থানায় গত ১৯ জানুয়ারিতে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব নিয়ে যোগদান করেছেন মো. নজরুল ইসলাম। তিনি আসা মাত্রই নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। কারণ মাদকের বিরুদ্ধে এক রকম জেহাদ ঘোষণা করেছেন থানার ওই ওসি।
থানা সূত্রে জানা যায়,
১৯ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পযর্ন্ত তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১জন মাদক কারবারি সহ ৩১কেজি গাঁজা, ২৪৩ বতল ফেনসিডিল, ১১৫৮ পিস ইয়াবা টেবলেট, এক বতল মদ ও ৩৭ বতল স্ক‍্যপ জব্দ করেছেন। এবং ৩৩ জন জুয়া কারবারি আটক সহ ৪১ হাজার ৮০০ টাকা জব্দ করেছেন।


ওসি মো: নজরুল ইসলাম বলেন, যুব সমাজ আজ ফেন্সিডিল,হিরোইন,গাঁজা ইয়াবাসহ মাদকে আসক্ত। মাদকের মাধ্যমে একটি দেশ ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা যদি মাদক নিমূর্লে সম্মিলিতভাবে কাজ করতে না পারি, তাহলে আমাদের যে কর্মোজ্জ্বল ভবিষ্যত, যে সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধান মন্ত্রী কাজ করে যাচ্ছেন সেটা আমাদের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে। মাদকের সঙ্গে কোনো আপস নয়।
মরণ নেশার ট্যাবলেট ইয়াবা,গাঁজা,হিরোইন,মাদক বিরোধী অভিযানে তৎপর ভুরুঙ্গামারী থানা পুলিশ ।

সেই সাথে বাল্য বিবাহ,জঙ্গীবাদ সহ অন্যান্য অপরাধজনক কাজ থেকেও বিরত থাকার আহব্বান জানিয়ে ওসি বলেন,কেবল পুলিশ দিয়ে সমাজ থেকে মাদকের প্রবণতা দূর করা যায় না। এজন্য সমাজের সর্বস্তরের সচেতন সকলকে মাদকের বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে।

তরুণ প্রজন্মকে খেলাধূলা,শিল্প-সংস্কৃতির কাজে মনোনিবেশ রাখতে হবে। সমাজ থেকে মাদক নামের এ ব্যাধি সমূলে দূর করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করে এযুদ্ধে সচেতন সকলকে অংশ নিতে হবে। আপনাদের সকলের আন্তরিক সহযোগীতায় ভুরুঙ্গামারী উপজেলা বাসীকে অচিরেই মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ।

  • 364
  • 11 months ago
পরীক্ষায় নকল সরবরাহ: যুবকের কারাদন্ড, ৩ শিক্ষককে অব্যাহতি

পরীক্ষায় নকল সরবরাহ: যুবকের কারাদন্ড, ৩ শিক্ষককে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের দায়ে এক যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  অপরদিকে, নকলসহ এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং দায়িত্ব অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্ত কাউসার আলম (২২) উপজেলার পাদিপাড়া গ্রামের খন্দকার বাড়ির মমিন উল্যার ছেলে।  

রোববার (৭ মে) দুপুরের দিকে পজেলা আমিশা পাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের ও খলিলুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে এ সব ঘটনা ঘটে।  

জানা যায়, আমিশা পাড়া কৃষক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক আত্মীয়কে নকল সরবরাহ দায়ে কাউসার আলম নামে এক এক যুবককে আটক করে কেন্দ্রে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া । একই কেন্দ্রের দায়িত্বরত কেশারখিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম ও আমিশাপাড়া শহীদ মুক্তিযোদ্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।  এছাড়া এক পরিক্ষার্থীর পকেটে নকল পাওয়ায় তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

অপরদিকে, উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ পরিক্ষা কেন্দ্রে নিজ দায়িত্বের অবহেলা করায় আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। পরে ওই শিক্ষক  দায়িত্ব অবহেলা না করার শর্তে মুচলেকা প্রদান করেন।  

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।  

  • 365
  • 11 months ago
বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি মামলায়, গ্রেপ্তার ৫

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি মামলায়, গ্রেপ্তার ৫

বাগেরহাট প্রতিবেদকঃ

বাগেরহাটের কচুয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক গোলাম সুকরানা রব্বানী ওরফে আজাদ বালি‘র বাড়িতে ডাকাতি মামলার পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৬ এপ্রিল) গভীর রাতে ঢাকার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারকৃতরা ডাকাতির সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছেন। তাদের কাছ থেকে ডাকাতি করা ০১টি স্বর্নের চেইন, ০১টি আংটি, ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিস্তল, ১ রাউন্ড গুলি, একটি রেঞ্জ ও একটি কাটার উদ্ধার করেছে পুলিশ।আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (০৭ এপ্রিল) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার কেএম আরিফুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা শহরের গ্লাক্সোর মোড় এলাকার মোঃ দ্বীন ইসলামের ছেলে মোঃ সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল (২৬), বানগাতী-মেটেপোল এলাকার মৃত শহিদ গাজীর ছেলেমোঃ কামাল গাজী (৩৫), নাজিরঘাট এলাকার জবেদ ওরফে খোকন আলী শেখের ছেলে সুমন ওরফে রানা শেখ (৪০) খুলনা জেলার রুপসা স্ট্যান্ড এলাকার মালেক গাজীর ছেলে আব্দুল্লাহ ওরফে আলিফ গাজী (২৫) এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার মৃত অমরীচন্দ্র স্বর্নকারের ছেলে প্রদীপ কুমার স্বর্নকার (৪০)। এদের মধ্যে মোঃ সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল শেখ ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয় পুলিশের কাছে স্বীকার করেছেন।তার সাথে অন্য যারা ছিল তাদের নামও বলেছেন। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কেএম আরিফুল হক।

তিনি বলেন, ঘটনার পর থেকে জেলা পুলিশের কয়েকটি চৌকষ দল ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছিল। সেই ধারাবাহিকতায় মোঃ সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল শেখকে গ্রেপ্তার করা হয়। সোহেলের স্বীকারোক্তি অনুযায়ী অন্য আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। খুব শীঘ্রই এই ডাকাতির সাথে অন্য যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতির মামলা রয়েছে।তারা মূলত দামি বাড়ি দেখে ডাকাতির প্রস্তুতি নিত। এজন্য তারা খুব সতর্ক অবস্থায় অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতি করতেন।

এ বছরের ১০ জানুয়ারি গভীর রাতে কচুয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক গোলাম সুকরানা রব্বানী ওরফে আজাদ বালি ও তার ছোট ভাই কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুলতান আলমের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ৪ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকার লুটে নেয় ডাকাত দল।উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় ভীতির সঞ্চার হয়।


  • 367
  • 11 months ago
১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতার মো. হারুনকে (৪০) উপজেলার জিরতলী ইউনিয়নের বারাইচাতলী গ্রামের মোহাম্মদ অজিউল্লার ছেলে।

রোববার (৭ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হারুনের নামে একাধিক খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ ১৭ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

গ্রেফতার এড়াতে এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে র‍্যাব তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
 

  • 368
  • 11 months ago
নোয়াখালীতে বিশ রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে র‌্যালি-আলোচনা সভা

নোয়াখালীতে বিশ রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে র‌্যালি-আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উৎযাপন করা হয়েছে।


সোমবার (০৮ মে) সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট  সোসাইটির পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়ানোর মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে, জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু চত্তরে গিয়ে জাতির পিতার প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পন শেষে পুনরায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী  জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট নোয়াখালী জেলা ইউনিটের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আনম খায়রুল আনম চৌধুরী সেলিম, কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য ও জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন।

এসময় জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, জেলা ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, আবু তাহের, ফুয়াদ হোসেন, সামছুল হাছান মিরন, যুব প্রধান সানুচিং মারমা বীথীসহ সহ¯্রাধিক যুব সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মৌলিক নীতিমালা অনুসরণ করে আর্তমানবতার সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে।

ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, খরা, শৈত্যপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অন্যান্য সংকট ও জরুরী মুহুর্তে যেমন- অগ্নিকান্ড, ভবনধ্বস, অভ্যন্তরীণ সংঘাত ইত্যাদি পরিস্থিতিতে সোসাইটির সেবা কার্যক্রম সর্ব মহলে প্রশংসা অর্জন করেছে।


  • 369
  • 11 months ago
রং নম্বরে পরিচয়, মাদরাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ

রং নম্বরে পরিচয়, মাদরাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রং নম্বর পরিচয়ের পর অপহরণ করে এক মাদরাসা ছাত্রীকে (১৯) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।  

সোমবার (৮ মে) নির্যাতিতা তরুণী নিজে বাদী হয়ে অভিযুক্ত যুবক সহ আরো দুই জনের নাম উল্লেখ করে চরজব্বর থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।  

অভিযুক্ত যুবক নাজিমুল হক সুমন (২৬)। সে জেলার সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নর পূর্ব সাহাপুর গ্রামের হাজী মজিবুল হকের ছেলে ও তার মেয়ে রুমি আক্তার (২৩)।  অপর আসামি মর্জিনা আক্তার (৪৩) উপজেলার লক্ষীনারায়নপুর এলাকার মো.শাহীনের স্ত্রী। এ ছাড়াও মামলায় আরো ৩-৪জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়,ভিকটিম উপজেলার স্থানীয় একটি ফাজিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত চার মাস আগে তার ব্যবহৃত নম্বর থেকে তার একজন সহপাঠিকে কল দেওয়ার সময় একটি নম্বর ভুল হয়ে নাজিমুল হক সুমনের (২৬) মুঠোফোনে কল চলে যায়। পরবর্তীতে সুমন তাকে প্রতিনিয়ত কল করত। এরপর সুমন ভিকটিমকে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন প্রলোভন দেখায়। ভিকটিম তার প্রস্তাবে রাজি না হলে, সে শুধুমাত্র ভিকটিমের সাথে একবার দেখা করার অনুরোধ করে। ভিকটিম তার কথা বিশ্বাস করে দেখা করার প্রস্তাবে রাজি হয়। একপর্যায়ে গত ২৯ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে সুমন অজ্ঞাত আসামিদের সহযোগীতায় পূর্বপরিকল্পিত ভাবে ভিকটিম মাদরাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করে জেলা শহর মাইজদীতে নিয়ে যায়। ওই সময় সুমন ভিকটিমকে সদর উপজেলার লক্ষীনারায়নপুর এলাকার তার খালা মর্জিনা আক্তারের ইসমাইলামিয়া চৌকিদার বাড়িতে নিয়ে যায়। সেখানে রুমি আক্তার ও মর্জিনা আক্তারের সহযোগীতায় ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে সুমন এবং ভিকটিমকে তাদের বসত ঘরে আটকে রাখে। ভিকটিম গত রোববার ৭ মে ভোরে ফজরের নামাজ পড়ার জন্য উঠলে, একটি মোবাইল দেখে কৌশলে তার ভাইয়ের মুঠোফোনে ম্যাসেজ দিয়ে সংক্ষেপে ঘটনার বিষয়ে জানিয়ে ঘটনাস্থলের নাম লিখে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা সবাই পালিয়ে যায়।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।  

  • 370
  • 11 months ago
ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীল বেগমগঞ্জ উপজেলায় মাদরাসার আবাসিক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শিক্ষকের নাম হোজায়ফা ( ২২)। সে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভবভদ্রী গ্রামের আমিন উল্যার বাড়ির মনিরুল আলম ভুঁইয়ার ছেলে।  

মঙ্গলবার (৯ মে) বিকেলের দিকে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করা হয়।  

জানা যায়, উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে তার মাদরাসার শিক্ষক  গত রোববার ৭ মে রাত ১১টার দিকে মাথা টিপার কথা বলে তার রুমে ডেকে নেয়। পরে তাকে কৌশলে বলৎকার করে ওই শিক্ষক। পরবর্তীতে ভিকটিমকে ২শত টাকা দেন কাউকে বিষয়টি না বলার জন্য।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।  ওই মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।  

  • 372
  • 11 months ago
ওষুধের বিক্রি বাড়াতে অবৈধ পন্থা অবলম্বন,দুই জনকে জেল জরিমানা

ওষুধের বিক্রি বাড়াতে অবৈধ পন্থা অবলম্বন,দুই জনকে জেল জরিমানা

বাগেরহাট প্রতিবেদকঃ

বাগেরহাটে গবাদীপশুর ওষুধের বিক্রি বাড়াতে অবৈধ পন্থা অবলম্বন করায় রেনেটা কোম্পনীর বিক্রয় প্রতিনিধি রনজিৎ বিশ্বাসকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও বাগেরহাট-সাতক্ষীরা জেলা প্রতিনিধি কামরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার(০৯ মে) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রোহান সরকার সদর উপজেলার কাঠি-গোমতী গ্রামে ভ্র্যম্যমান আদালত পরিচালনা করে এই জেল-জরিমানার আদেশ প্রদান করেন।

নির্বাহী ম্যাজিট্রেট রোহান সরকার বলেন, ওষুধের বিক্রি বাড়াতে রেনেটা কোম্পনীর প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন খামারে গিয়ে নিজেরা গবাদী পশুর চিৎিকসার নামে অবৈধ ভাবে চিকিৎসাপত্র দিয়ে আসছিল। জেলা ও উপজেলায় অসুস্থ গবাদী পশুর চিকিৎসা দেয়ার জন্য প্রানী সম্পদ বিভাগের ভ্যাটেনারী সার্জন রয়েছে। এই অবস্থায় জেলা প্রানী সম্পদ বিভাগ রেনেটা কোম্পনী জেলা প্রতিধিনি কামরুল ইসলামকে লিখিত ভাবে সর্তক করেন। তারপরও তারা কর্ণপাত করেনি। দুপুরে রেনেটা কোম্পনীর বিক্রয় প্রতিনিধি রনজিৎ বিশ্বাস বাগেরহাট সদর উপজেলার কাঠি-গোমতী গ্রামের খামারী মনোয়ার হোসেনের একটি অসুস্থ গরু দেখে চিকিৎসাপত্র প্রদান করেন। খামারী বিষয়টি সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেনকে অভিযোগ করলে কাঠি-গোমতী গ্রামে ভ্র্যম্যমান আদালত পরিচালনা করা হয়। গবাদিপশু খামারিদের স্বার্থ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ।


  • 373
  • 11 months ago
ইভটিজিংয়ের প্রতিবাদ করায়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে কুপিয়েছে বখাটেরা

ইভটিজিংয়ের প্রতিবাদ করায়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে কুপিয়েছে বখাটেরা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শ্রেণিকক্ষে ঢুকে এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম নাইমুল হোসাইন রিফাত (১৮)। সে উপজেলার সোনাইমুড়ী কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এবং সোনাইমুড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল ইসলাম ভূঁইয়ার ছেলে।  

মঙ্গলবার (৯ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সোনাইমুড়ী কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ইভটিজিং করে বখাটেরা। তখন ওই ঘটনায় প্রতিবাদ করে স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম ভূঁইয়ার ছেলে রিফাত। এ ঘটনার জের ধরে দুপুর দেড়টার দিকে ৮-১০ জন বহিরাগত বখাটে সোনাইমুড়ী কলেজে প্রবেশ করে।  এরপর তারা রিফাতের শ্রেণিকক্ষে প্রবেশ করে তাকে খুর দিয়ে কুপিয়ে জখম করে।

নোয়াখালী জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান বলেন, রিফাতের উপর হামলাকারীরা সবাই বখাটে বহিরাগত। রিফাত ইভটিজিং নিয়ে বখাটেদের বিরুদ্ধে কথা বলায় এই হামলার ঘটনা ঘটেছে। পরে কলেজের শিক্ষার্থীরা রাসেল নামে এক হামলাকারীকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে।  রিফাত ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

সোনাইমুড়ী কলেজের অধ্যক্ষ কে এম শফিকুর রহমান বলেন, বহিরাগত বখাটেরা কলেজের শ্রেণি কক্ষে ঢুকে রিফাতকে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। আমরা তখন যোহরের নামাজে ছিলাম। খবর পেয়ে তাৎক্ষণিক এসে ঘটনার মূল হোতা রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করি।  

সোনাইমুড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় উভয়ে আহত হয়েছে।  অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, কলেজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তাই এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।  

  • 374
  • 11 months ago
নোয়াখালীতে একনলা বন্দুক-গুলি সহ গ্রেফতার ১

নোয়াখালীতে একনলা বন্দুক-গুলি সহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে আগ্নেয়াস্ত্র সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।  
গ্রেফতার শফিকুল ইসলাম (৪৫) উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামের মৃত সেকান্দার মিয়ার ছেলে।

মঙ্গলবার (৯ মে) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের বাইশসিন্দুর গ্রামের বদলকোট-দশঘরিয়া সড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  

  • 375
  • 11 months ago
বাগেরহাটে ইভটিজিংয়ের প্রতিবাদকারীকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ৩

বাগেরহাটে ইভটিজিংয়ের প্রতিবাদকারীকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ৩

বাগেরহাট প্রতিবেদকঃ

বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আব্দুল জব্বার শেখ (২৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নিহত আব্দুল জব্বার শেখ চিতলমারী উপজেলার গ্রামের আব্দুল হক শেখের ছেল।

সোমবার (০৮ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী থানার সাখারিগাতী এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার গোড়ানালুয়া গ্রামের দেলোয়ার হোসেন ওরফে সবুজ মুন্সি(৩০) ও তার বাবা ডাবলু মুন্সি(৫৫) এবং ভাই দ্বীন ইসলাম ওরফে আকাশ মুন্সি (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।আসামীদের বাগেরহাট জেলার চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল জব্বার শেখ হত্যা মামলার মূল আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবা ও দুই ছেলে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আসামীদের বাগেরহাট জেলার চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, তিন আসামীকে র‍্যাবের পক্ষ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

চিতলমারী এলালায় মাদ্রাসা পড়ুয়া এক কিশোরীকে স্থানীয় বখাটে দ্বীন ইসলাম মুন্সি প্রায়ই উত্ত্যক্ত করতেন। ২৫ এপ্রিল উক্ত কিশোরী দর্জি বাড়ি থেকে বোরকা নিয়ে বাড়ি ফেরার পথে বখাটে দ্বীন ইসলাম তাকে বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দেয়। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শ্লীলতাহানী করে ও চড় থাপ্পর মারে। কিশোরী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের কাছে জানায়। কিশোরীর চাচাতো ভাই ভিকটিম আব্দুর জব্বার শেখ(৩৫) বখাটে দ্বীন ইসলামের বাড়ীতে গিয়ে উক্ত ঘটনার উপযুক্ত বিচার দাবি করলে আসামীরা তার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার হুমকি দেয়। গেল ০৫ মে রাতে ভিকটিম আব্দুর জব্বার শেখ ও তার শ্যালক রাজিব শেখ চিতলমারী উপজেলার কলিগাতী বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে ওঁত পেতে থাকা বখাটে আসামী দ্বীন ইসলাম, তার ভাই দেলোয়ার ও বাবা ডাবলু মুন্সিসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়িভাবে কুপিয়ে জব্বার শেখ ও রাজিব শেখকে গুরুতর জখম করে। পরে আব্দুল জব্বার শেখ ও রাজিব শেখকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। রাজিবকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজিব ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


  • 376
  • 11 months ago
রোগীর ছদ্মবেশে ভুয়া চিকিৎসককে ধরল ইউএনও

রোগীর ছদ্মবেশে ভুয়া চিকিৎসককে ধরল ইউএনও

 নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে রোগী সেজে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত এম ইউ সবুজ (৪০)। আদালতের আদেশের পর সুধারাম থানা-পুলিশের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১০ মে) দুপুরে শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকা থেকে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকায় এম ইউ সবুজ নামে এক ব্যক্তি চিকিৎসক সেজে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সূত্রে এ তথ্য পেয়ে আজ সকালে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ নিজেই ওই ব্যক্তির মুঠোফোনে যোগাযোগ করে সিরিয়াল দেওয়ার অনুরোধ করেন। তখন তাকে বলা হয়, ‘সিরিয়াল লাগবে না, ডাক্তার সাহেব চেম্বারে আছেন। ওই তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে ইউএনও নিজেই পুলিশ নিয়ে ওই ব্যক্তির চেম্বারে গিয়ে অভিযান চালান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, অভিযানের সময় ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনো সনদ তিনি দেখাতে পারেননি। ভুয়া চিকিৎসক সেজে চিকিৎসা দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

  • 377
  • 11 months ago
গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে গামছা লুঙ্গি বিতরণ করলেন ছাত্রলীগ নেতা সোহাগ

গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে গামছা লুঙ্গি বিতরণ করলেন ছাত্রলীগ নেতা সোহাগ

রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর একমাত্র কন্যা জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতীর নির্দেশনায় গোয়ালন্দে প্রতিবন্ধী মানুষের মাঝে লুঙ্গি ও গামছা বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রিয়াদ মাহমুদ সোহাগ। গত শনিবার (৬ মে) দুপুরে গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে এই লুঙ্গি ও গামছা বিতরণ করা হয়।

জানা গেছে, মানুষ সামাজিক জীব। সামাজিক হতে হলে পরোপকারী হতে হবে। একজন অন্যজনের বিপদে এগিয়ে আসা, পাশে দাঁড়ানো, সহমর্মী হওয়া, শুধু নিজের সুখের জন্য ব্যস্ত না হয়ে অন্যের মুখে হাসি ফোটাতে চেষ্টা করাই মনুষ্যত্ব।এমন সুন্দর কথা বাস্তবায়ন করার জন্য ছাত্রলীগ নেতা রিয়াদ মাহমুদ সোহাগ তার সহযোদ্ধাদের নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

রিয়াদ মাহমুদ সোহাগ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান আওয়ামী লীগের সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগ করে আসছি। আমার রাজনৈতিক অভিভাবক রাজবাড়ী ১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী ও তার একমাত্র কন্যা জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতীর নির্দেশে সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে সহযোগিতা করছি। ভবিষ্যতে আরো ভালো কিছু করতে চাই।

  • 378
  • 11 months ago