info@desherkhabor24.com

+8801821554477

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রাপ্তির লক্ষ্যে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর---ষফরিদপুরে শ্রম সচিব

image for শ্রমিকদের ন্যায্য অধিকার প্রাপ্তির লক্ষ্যে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর---ষফরিদপুরে শ্রম সচিব

মাহবুব পিয়াল ,ফরিদপুর প্রতিনিধি:

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শ্রমিকদের পেটে ভাত থাকলে কলকারখানায় উৎপাদন বাড়বে। ইউরোপ আমেরিকার শ্রমিকরা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে বাংলাদেশের শ্রমিকরাও যাতে একই রকম সুযোগ সুবিধা পায় সে জন্য কাজ করছে বর্তমান সরকার। সে লক্ষ্যে শ্রম আইন ২০০৬ সংশোধন করে শ্রমবান্ধব আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে।

শ্রমিকদের ন্যয্য অধিকার রক্ষায় মালিকপক্ষকে আন্তরিক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উৎপাদন প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য অযৌক্তিক আন্দোলন থেকেও শ্রমিকদেরকে বিরত থাকতে হবে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাহ হোসেন এর সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান শহরের গোয়ালচামট এলাকায় স্থাপিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহা পরিদর্শকের কার্যালয়য়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন ।এবং ভবনটি ঘুড়ে দেখেন ।এসময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।