info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে জুট মিলে আগুন, দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে

ফরিদপুরে জুট মিলে আগুন, দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে
ফরিদপুরে জুট মিলে আগুন, দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে একটি জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সোয়া তিনটার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের বাজার সংলগ্ন লক্ষ্মীপুর মহল্লা এলাকায় অবস্থিত ফরিদপুর জুট ফাইবার্সে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফরিদপুর দমকল বাহিনীর  তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল সোয়া তিনটার দিকে ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেড নামের জুট মিলের অভ্যন্তরে হঠাৎ করেই আগুন দেখতে পায় শ্রমিকরা। আগুন দ্রুত মিলের ভিতরে দ্রুত ছড়িয়ে পরে আগুন।

ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফরিদপুর দমকল বাহিনীর  দুটি ও মধুখালী দমকল বাহিনীর একটি ইউনিটসহ  মোট তিনটি  ইউনিট বিভিন্ন দিক থেকে পানি ছিটিয়ে এক সময় আগুন নেভাতে সক্ষম হয়। তিনি বলেন,  ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ফরিদপুর জুট ফাইবার্সের মালিক ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী , বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তার মৃত্যুর পর এ মিলটির দেকভাল করেন কামাল ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ এবং ভাতিজা ফারিয়ান ইউসুফ।

ওই মিলের ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ বলেন, আগুনে চারটি অত্যাধুনিক দামি মেশিনসহ ছোট-বড় মিলিয়ে মোট  ২৮টি মেশিন পুড়ে গেছে। এছাড়া পুড়ে গেছে বিদেশে অপেক্ষায়মান অন্তত দুইশ টন সুতা। এছাড়া পুড়ে গেছে শেড। তিনি সব মিলিয়ে ক্ষতির পরিমান ১৪ থেকে ১৫ কোটি টাকা।