info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে হিলফুল ফুজুল চ্যারিটি ও ফ্রেন্ডস ইউনিটির যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

image for ফরিদপুরে হিলফুল ফুজুল চ্যারিটি ও ফ্রেন্ডস ইউনিটির যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 মাহবুব পিয়াল,ফরিদপুর:

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল চ্যারিটি এবং ফ্রেন্ডস ইউনিটির যৌথ উদ্যোগে রোববার (২ জানুয়ারি )  বিকাল ৪টায় ফরিদপুর শহরের নং হাবিলী গোপালপুর ফ্রেন্ডস ইউনিটির কার্যালয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের  কম্বল বিতরণ করা হয়

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে নিজেস্ব অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন ফ্রেন্ডস ইউনিটির সদস্য একে মাজেদুল আহসান টিটুর ভাই ফরিদপুর শহরের হাবিলী গোপালপুরের সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হিলফুল ফুজুল চ্যারিটি সংগঠনের সদস্য কে দাউদ খালেদ ।তার সহযোগিতায় তিন শতাধিক পরিবারের মাঝে এই কম্বল বিতরন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর বিএনপি' সদস্য সচিব ফ্রেন্ডস ইউনিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, ফ্রেন্ডস ইউনিটির প্রচার সম্পাদক কামরুল ইসলাম মিল্টন সময় ফ্রেন্ডস ইউনিটির সভাপতি রেজাউল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ সাজ্জাদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সভাপতি শাহরিয়ার রুবেল, সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক একে মাজেদুল আহসান টিটু, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খোকা, সাবেক সাধারণ সম্পাদক জোসেফ বিশ্বাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সফলতা কামনা করে ভবিষ্যতে ধরণের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান