info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও সংস্কৃতিক অনুষ্ঠান

image for ফরিদপুরে জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও সংস্কৃতিক অনুষ্ঠান

মাহবুব পিয়াল, ফরিদপুর  প্রতিনিধি: 

দক্ষিনাঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপিঠ সরকারি রাজেন্দ্র কলেজে জুলাই -আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ আহতদের স্মরণে স্মরণসভা সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বেলা ১১ টায় সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসের মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, বক্তব্য রাখেন কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর মো: ওবায়দুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান  প্রফেসর এস এম শহিদুল ইসলাম বাবু,  ইসলামের ইতিহাসের সহযোগি  অধ্যাপক  মোস্তফা সাইফুজ্জামান, ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল কাদের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি জিহাদুল ইসলাম রত্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা  সোহেল রানা, ছাত্রদল নেতা মামুনুর রহমান মামুন, রাজেন্দ্র কলেজে শিক্ষার্থী  হাসিবুর রহমান শহিদুল আবরার শিহাব সহ অন্যান্যরা


সভায় বক্তারা বলেন,  গত আগস্ট ছাত্রজনতার আন্দোলনেস্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে।এ আন্দোলনে দেশে  অসংখ্য মানুষতাদের অধিকার আদায়ের জন্য  প্রাণ দিয়েছেন,  অনেকেই এখনো আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে


বক্তারা বলেন,  স্বাধীন দেশে বাস করেও আমরা পরাধীন ছিলাম। আমাদের কোন অধিকার ছিল না , আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতারাআমাদেরকে জিম্মি করে ফেলেছিল। ‌ 

আমরা আজ স্বাধীন ভাবে কথা বলতে পারছি


বক্তারা আরো বলেন , এখনো ষড়যন্ত্র থেমে নেই আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিবিনষ্ট চেষ্টা করা হচ্ছে।  এখনো বিদেশে বসে শেখ হাসিনা একের পর ষড়যন্ত্র করে যাচ্ছেন। ভারতীয় কিছু মিডিয়া প্রোপাগান্ডা সৃষ্টি করছে। সেদিক থেকে সবাইকে সচেতন থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া কলেজ ক্যাম্পাসে জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন করা হয়। সময় কলেজের কলেজে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহঅন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন