মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–০২ (সালথা–নগরকান্দা) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, মিথ্যাচার, হুমকি ও সহিংসতার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য আল্লামা শাহ মোঃ আকরাম আলী ওরফে ধলা হুজুর ।
রবিবার (১৮ই জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এক লিখিত অভিযোগে ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য আল্লামা শাহ মোঃ আকরাম আলী বলেন, তার নির্বাচনী এলাকায় প্রতিপক্ষের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাকে ও তার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান (হবি) প্রকাশ্যে তাকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে সম্মানহানিকর ও মিথ্যা বক্তব্য প্রদান করেন। একই সঙ্গে কদমতলী গ্রামের তার নির্বাচনী সমর্থক মোঃ আলমগীর রিকশা মার্কার সমর্থক হওয়ায় বিএনপির কর্মী মোঃ রাশেদসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়াও বনগ্রাম এলাকার মাওলানা শোয়াইব ইসলাম আকরাম আলীর সমর্থক হওয়ায় বিএনপি নেতা মোঃ রবিউল ইসলাম (রবি মেম্বার) মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করেন বলে অভিযোগ করা হয়। এসব ঘটনার অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং প্রার্থীর কাছে সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে দাবি করেন আল্লামা শাহ মো: আকরাম আলী ওরফে ধলা হুজুর।