মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা, চেক বিতরণ, ক্ষুদ্র ঋণ সহায়তা এবং ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বড়াল সভাকক্ষে ওই আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায় এবং সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ।
শেষে আটজন ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ২০ হাজার টাকার চেক, নয়জন দরিদ্র মানুষের মাঝে ১৮ টি ছাগল এবং তিন লাখ টাকা ক্ষুদ্র-ঋণ বিতরণ করা হয়।