মাহবুব পিয়াল, ফরিদপুর:
নতুন বছরের প্রথম দিন সারাদেশের ন্যায় ফরিদপুরের শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। রবিবার (১লা জানুয়ারি) ফরিদপুরের সব শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে নতুন বই বিতরণ কার্যক্রম। শিক্ষার্থীরাও বছরের প্রথম দিন নতুন ও ঝকঝকে বই হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত এবং উচ্ছ্বসিত।
এদিকে, সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম শেখের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শাহজাহান।
এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, সরকারি রাজেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক কামাল হোসেন প্রমূখ।
বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের সঞ্চালন করেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রভাতী শাখার শিফট ইনচার্জ মো. শাহাদাত হোসেন।
বছরের প্রথমদিন নতুন বই বিতরণকে ঘিরে স্কুলটিতে সকাল থেকে ছিল উৎসবের
আমেজ। বই হাতে পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙা
উচ্ছ্বাস ছুঁয়ে যায় শিক্ষক-অভিভাবকদেরও।