শেখ সোহেল, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে তেলবাহী ট্রাকের ধাক্কায় শাজাহান হাওলাদার (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে ফকিরহাটের বিশ্বরোডের কাকডাঙ্গা নামক স্থানে ফলতিতা মৎস্য আড়ত এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এবং ভ্যান চালক ঘটনাস্থলে নিহত। নিহত শাজাহান হাওলাদার হচ্ছে রূপসা উপজেলার পাঁচানী গ্রামের আ. কাদেরের ছেলে।
স্থানীয়রা বলেন যে, ভ্যানচালক শাজাহান হাওলাদার যাত্রী নিয়ে ফলতিতা মৎস্য আড়তের দিকে রওনা করছিল। এইসময়ে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। কিন্তু ভ্যান এর যাত্রীরা সুস্থ রয়েছেন।
মোল্লাহাট হাইওয়ে পিলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বলেন যে, ট্রাকের ধাক্কায় শাজাহান হাওলাদার নামে এক ভ্যানচালক সড়ক দূর্ঘটনায় নিহত হন। ছাড়া পুলিশ মরদেহ উদ্ধার করেছে। রাস্তার উপর পরে থাকা ভ্যানটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি কিন্তু আমরা ঘাতক ট্রাক চালক কে ধরতে সব রকমের প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছি।