শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে ৩৩৩ এর কল পেয়ে বাল্য বিবাহ বন্ধ করে দিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র (ইউএনও)।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা তুলাসার ইউনিয়নের বড়াইল নমক গ্রামে অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী ওই কিশোরীর বিবাহ বন্ধ করেন তিনি। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের চাচাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কনের বাবা মা কনে ও পালিয়ে যায়। বাল্য বিয়ের পিড়িতে বসতে যাওয়া ওই কিশোরীর বয়স ১৬।
এ সময়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমরা ৩৩৩ নাম্বারের কলে সংবাদের ভিত্তিতে জানতে পেরে এই কিশোরীর বিয়ে বন্ধ করেছি।
তিনি আরো বলেন, কিশোরীর চাচাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই কিশোরী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এমন মুচলেকা দিয়েছেন ওই কিশোরীর চাচা।