আরিফুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে ১কেজি ৩০০গ্রাম গাজা সহ দুই মাদক কারবারিকে কে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে ২৭ ডিসেম্বর সোমবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের কাজিয়ার মোড় এলাকায় একটি বাড়ি তল্লাশি করে ১কেজি৩০০গ্রম গাজা সহ দুই জনকে আটক করা হয়।
আটক কৃত মাদক কারবারিরা হলো ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের নলেয়া কাজিয়ার মোড় এলাকার মোঃসাইফুর রহমান পুত্র বাড়ির মালিক আশরাফুল আলম(২১),ও একই এলাকার কফিল কসাই, এর পুত্র শাহিন ওরফে বল্টু(২৬), তারা কুখ্যাত মাদক মাদক কারবারী।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন আটকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।