মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা খামার বাড়ির সাবেক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং বিভাগের পরিচালক সাহার উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন থেকে তিনি ক্যান্সারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যু কালে এক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বিকালে ভারপ্রাপ্ত ইউএনও সুরাইয়া মমতাজের উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করেন বাগাতিপাড়া মডেল থানার একদল পুলিশ। পরে জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি পাঁকা ইউনিয়নের স্বরাপপুর এলাকার একটি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।