ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মোনায়েম (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চর উমেদ গ্রামে এ ঘটনা ঘটে। মোনায়েম ওই গ্রামের ওমান প্রবাসী মো. আবু জাহেরের ছেলে। সে স্থানীয় চর মোল্লাজী মানহারুল কোরআন মাদরাসার নূরানী শাখার ছাত্র ছিলেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, মোনায়েম মাদরাসা থেকে ফিরে বাড়ির পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পরে বাড়ির অন্য একটি ছেলে মোনায়েমের মাকে এসে জানায় মোনায়েম পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়েছে। তাৎক্ষণিক শিশুটির মা পুকুরে গিয়ে দেখেন মোনায়েম পুকুরের পানিতে তলিয়ে গেছে। এরপর তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মাদরাসা থেকে মোনায়েম বাড়িতে গোসল করতে এসেছে। গোসল শেষে খাওয়া দাওয়া করে তার (শিশুটির) মাদ্রাসায় ফেরার কথা ছিল।