ভোলা প্রতিনিধিঃ
নতুন কোনো করারোপ ছাড়াই চরফ্যাসন পৌরসভায় ৭৭ কোটি ১৪ লাখ ৯ হাজার ৯৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০জুন) পৌর ভবনের হলরুমে ২০২২-২০২৩ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. মোরশেদ। এটি বর্তমান পরিষদের দ্বিতীয় বাজেট। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৮৮০ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৩ কোটি ৪২ লাখ ২ হাজার ৮৮ টাকা। নতুন অর্থ বছরের জন্য ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ২৮ লাখ ৯৫ হাজার টাকা।
বাজেটে উদ্ধৃত রাখা হয়েছে ৬ কোটি ৮৫ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। এসময় অন্যান্যদের মধ্যে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম হাসান, পৌর নিবার্হী কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ রাসেদ ইকবাল, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সাংবাদিক, শিক্ষক সহ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।