মনজুর লিটন, বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশাল জেলার আগৈলঝাড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। গতকাল ২৪/০৬/২০২২ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া বাকাল অস্থ বাইপাস সড়কে আগৈলঝাড়া থানার চৌকস পুলিশ কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান নেতৃত্বে পুলিশ ফোর্স ইয়াবা বিক্রি অবস্থায় দুই জনকে ০৮ পিস ইয়াবাসহ আটক করেন।
আটক দুইজন হল শরীফ খান (২২) পিতা আব্দুল হালিম খান গ্রাম কালুরপাড়, আকরাম খান(২২) পিতা রাজ্জাক খান গ্রাম ঘোড়ার পাড় । অপর জাকির হোসেন ফকির(৪২) রমিজ উদ্দিন ফকির গ্রাম ফুলশ্রী পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার সেকেন্ড অফিসার এস আই মনিরুজ্জামান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন।
আজ আসামি আটককৃত দুজন আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়েছে।