মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২১-২০২২ এর আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালিন পেঁয়াজ ফসলের বীজ,সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা কৃষি কর্মকতা মোমরেজ আলীর সভাপতিত্বে উপস্থিত থেকে বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও প্রিয়াংকা দেবী পাল। বিতরণে সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মনিরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকতা জামিনুর রহমান, পৌর ছাত্রলীগের সধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা সহ প্রমুখ।
এ সময় ৭০ জন প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে ১ বিঘা জমিতে গ্রীষ্মকালিন পেঁয়াজ চাষের জন্য উপকরণ সহায়তা হিসেবে
২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার,১কেজি পেঁয়াজের বীজ,১ প্যাকেট ছত্রাকনাশক, পলিথিন সিট,নাইলনের রশি বিতরণ করা হয় এবং পরিচর্যা, সেচ, বাঁশ ক্রয় ও শ্রমিক বাবদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৮০০/- টাকা বিতরণ করা হবে।