সাব্বির আলম বাবু, ভোলাঃ
ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার প্রতিবন্ধী ব্যক্তিদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে কাজ করে যাচ্ছে ২০২১ সালের ১লা জুলাই হতে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে পিসিসি বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা এবং প্রশিক্ষণের আয়োজন করেছে। উক্ত কাজের অংশ হিসাবে (প্রশিক্ষন সমূহের মধ্যে) পিসিসি ১৯ই জুন রবিবার, দিনব্যাপী ৪নং কাচিয়া ইউনিয়ন পরিষদ মিনায়তনে দুর্যোগ ঝূঁকি হ্রাসকরণ পরিকল্পনা তৈরীর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় কাচিয়া ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার), ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ২০জনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দূর্যোগকালীন, দূর্যোগপূর্ব, দূর্যোগ পরবর্তী কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়, যার ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের এই দূর্যোগ ঝূঁকি হ্রাস করা, দূর্যোগের ক্ষয়-ক্ষতির ধরন বিষয়ে আলোচনা করেন। দূর্যোগকালীন সংকেত প্রচার-প্রচারনা, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য এবং দুর্যোগকালী সময়ে প্রতিবন্ধীদের সেবা ও সাহায্যনিয়ে আলোচনা। কর্মশালা সঞ্চালনায় ছিলেন প্রকল্প মনিটরিং অফিসার আব্দুল্লাহ আল ওয়াশি, স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যাবস্থাপক মিঃ মলয় কর্মশালা উদ্বোধন করেন, কাচিয় ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ শাহজাহান মাষ্টার, প্রশিক্ষক ছিলেন সিপিপি উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ।