ভোলা প্রতিনিধিঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে ভোলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখা। শনিবার (১১জুন) যোহরের নামাজের পর শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরে প্রতিবাদ সভা করেন। এসময় শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে হাজার হাজার মুসল্লীরা সভাস্থলে উপস্থিত হয়। সভা শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বরিশাল দালানের সামনে গিয়ে শেষ হয়।
সভায় বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা জেলা সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক নাইম, খলিফাপট্টি মসজিদের খতিব মাওলানা মুজির উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা আতাউর রহমান, মাওলানা মিজানুর, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ভোলা ইমান আক্বিদা সংরক্ষণ কমিটির সেক্রেটারি মাওলানা তাজউদ্দিন ফারুকী, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান চৌধুরী প্রমূখ।