ভোলা প্রতিনিধিঃ
ভোলায় অগ্নি-দুর্ঘটনা রোধে শহরের বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা রোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুন) সকালে ভোলার বাংলা স্কুল মাঠে এই প্রশিক্ষন এর আয়োজন করেন, ভোলা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ।
ভোলা সেন্টার ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের সহযোগীতায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক।
এসময় আরো উপস্থিত ছিলেন বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক কবীর হোসেন, সাংবাদিক মোকাম্মেল হক মিলন, কবি মাকসুদুর রহমান, ভোলা সেন্টার ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মাহাতাবুর রহমান মামুনসহ বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।