মোঃ মিজানুর রহমান পাহাড়, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
আগামী ২৫ জুন ২০২২ তারিখ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ কোটি বাঙালির লালিত স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষ্যে শরীয়তপুর জেলায় গৃহীতব্য কর্মসূচী নিয়ে আজ ০৬ জুন ২০২২ তারিখ জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এক ‘প্রস্তুতিমূলক সভা’ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ভার্চুয়ালি জুম মাধ্যমে সংযুক্ত হন জনাব একেএম এনামুল হক শামীম, মাননীয় উপমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, জনাব মোঃ ইকবাল হোসেন, মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর-০১ আসন, জনাব পারভিন হক শিকদার, মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তাবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্তরের বেসরকারি সংস্থার প্রতিনিধি সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে শরীয়তপুর জেলায় গৃহীত বিভিন্ন কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, শরীয়তপুর।