ভোলা প্রতিনিধিঃ
পুকুর ও জলাশয়ে কোরাল মাছ চাষে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫জুন) উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরী ইউনিয়নের বন বিভাগের রেস্ট হাউসে ওয়ার্ল্ডফিশের বাস্তবায়নে ইউএসএআইডি ইকোফিশ-২ এর কার্যক্রমের আওতায় স্থানীয় ৩০ জন সমুদ্রগামী জেলে ও মৎস্য চাষিদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইকোফিশ-২ এর সহযোগী গবেষক অংকুর মোহাম্মদ ইমতিয়াজ্জামান এর সঞ্চালনা ও সহকারী গবেষক মোনাইম হোসাইনের পরিচালনায় চাষিদের কোরাল ও তেলাপিয়ার মিশ্র চাষের উপর প্রশিক্ষণ প্রদান করেন ভোলার মনোসেস্ক তেলাপিয়ার হ্যাচারির স্বত্বাধিকারী মাহবুবুর রহমান মামুন। প্রশিক্ষণে মাঠ পর্যায়ে চাষিদের কোরাল মাছ চাষের অভিজ্ঞতার সাথে বিজ্ঞানলদ্ধ জ্ঞান সমন্বয় করে নতুন চাষ পদ্ধতির উপর বিশেষভাবে আলোকপাত করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে স্থানীয় চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন উপস্থিত ছিলেন।