আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মাহবুব মোর্শেদ খান।
মঙ্গলবার(৩১ মে) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
মাহবুব মোর্শেদ খান উক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অন্তর্ভুক্ত কৃষি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও বর্তমানে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।