সাব্বির আলম বাবু, ভোলাঃ
ভোলায় পরিবার পরিকল্পনা সেবার গুনগত মানবৃদ্ধিতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা উর্ধ্বতন এবং জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সাথে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) ভোলা একটি হোটেলের কনফারেন্স রুমে বে-সরকারী উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ ও আভাসের যৌথ আয়োজনে সরকারী উর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপের সাথে এই অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কাজী মহিউল ইসলাম। ভোলা জেলা ওয়ার্কিং কমিটির আহবায়ক মো: আজিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ, পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক যুগ্মসচিব মো: আব্দুল মান্নান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপ-পরিচালক ডিপিএম (সিসিএসডিপি) রফিকুল ইসলাম তালুকদার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপ-পরিচালক পিএম (সিসিএসডিপি) ডাঃ নাসরিন জামান, মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ফোকাল এএফপি প্রকল্প ও লিড এ্যাডভোকেসি মনজুন নাহার, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফরোজ বেগম প্রমুখ।