ভোলা প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ মনির হোসেন (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম। শুক্রবার (২৭ মে) ভোররাত ৩টার দিকে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় একজন মাদক কারবারি কুমিল্লা জেলা থেকে একটি ট্র্যাভেল ব্যাগের মধ্যে করে ৯ কেজি গাঁজার একটি চালান ভোলায় নিয়ে আসছে। পরে শুক্রবার রাত ৩টার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মনিরকে গ্রেফতার করে।