মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা দিয়েছে বাগাতিপাড়া পৌরসভা।
মঙ্গলবার দুপুরে পৌরসভার মিলনায়তনে তাকে এই সংবর্ধণা দেওয়া হয়। পৌরসভার মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন পৌরসভার পক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল, সহকারি কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যাসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।