বেল্লাল হোসেন,ঘোড়াঘাট, দিনাজপুর:
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বাড়ি-ঘর ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বাড়িগুলোর মধ্যে তিনটি বাড়ির টিনের চাল উড়ে গেছে। ফলে কিছু কিছু বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে।
এ বছর বৃষ্টি ও ঝড়ের প্রকোপ বেশি। বৈরি আবহাওয়া কারণে প্রতিনিয়ত কম-বেশি ঝড় হচ্ছে। ঝড়ের কবলে পড়ছে এ আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো। ঘন ঘন ঝড়ের কারণে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া ফাঁকা জায়গা হওয়ায় ঝড়ের সময় বাতাসের সরাসরি আঘাত প্রাপ্ত হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত বৃহস্পতিবারের ঝড়ে।
ক্ষতিগ্রস্ত ঘরের বাসিন্দা তসলিম উদ্দিনের বলেন, প্রায়ই ঝড়ের কবলে পড়তে হচ্ছে। ঝড়ের কারণে ঘরগুলো কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে গত বৃহস্পতিবারের ভোর ৪টায় সময় হটাৎ করে প্রবল বেগে ঝড় প্রবাহিত হয়। ঝড়ে আমারসহ তিনটি বাড়ির টিনের চাল উড়ে যায়। প্রবল বেগে প্রবাহিত ঝড়ে কিছু বোঝার আগেই ঘরের টিনের চাল উড়ে গিয়ে ৫০ ফুট দুরে গিয়ে পড়ে। ভয়ে ভীত-সন্ত্রস্থ হয়ে খাটের নিচে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করি। আপাতত রোদ বৃষ্টি উপেক্ষা করে কষ্ট করেই থাকছি। তবে কবে নাগাত টিন লাগানো হবে তা জানি না।
অপর বাসিন্দা মরিয়ম বলেন, ঘড়ে টিন উড়ে যাওয়ার সাথে সাথে আমার ঘরের দরজা সংলগ্ন দেয়াল ফেটে গেছে।
আর উপজেলা নির্বাহী কর্মকতা রাফিউল আলম বলেন, ইতিমধ্যে আমি ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করেছি। শীগ্রই সংস্কারের কাজ শুরু করা হবে।