মোঃ মিজানুর রহমান পাহাড়, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
আজ ২০ মে ২০২২ তারিখ হতে শরীয়তপুর জেলায় ১৫-১৮ বছরের নাগরিকগণের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ভোটার হালনাগাদ এর তথ্য সংগ্রহ ও সংশোধন কার্যক্রম চলমান থাকবে আগামী ০৯ জুন ২০২২ তারিখ পর্যন্ত। জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস শরীয়তপুরের যৌথ উদ্যোগে আজ ২০ মে জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম -২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনিছুর রহমান, মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।
এসময় মাননীয় নির্বাচন কমিশনার একজন নতুন ভোটারের ফরম পূরণ এর মাধ্যমে ভোটার হালনাগাদ কার্যক্রম-২০২২ উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি সাধারণ ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জনাব ছাবেদুর রহমান (খোকা শিকদার), প্রশাসক, জেলাপরিষদ,শরীয়তপুর, জনাব এস এম আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর, জনাব পারভেজ রহমান, মেয়র, শরীয়তপুর, জনাব মোঃ শামীম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলাপরিষদ, শরীয়তপুর জনাব মোস্তফা ফারুক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ফরিদপুর অঞ্চল, ফরিদপুর,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর।