মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় (অনুর্ধ্ব-১৭ বালক-বালিকা) বঙ্গবন্ধু- বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্র বিকেল ৫টা বাগাতিপাড়া সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা,পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউনুচ আলী এবং পাঁকা ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ সহ প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় পাঁকা ইউনিয়ন পরিষদ ১, ০ গোলে বাগাতিপাড়া পৌরসভা কে পরাজিত করে ।