মাহবুব পিয়াল,ফরিদপুর:
ফরিদপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও চার কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।বৃহস্পতিবার বাদ জহুর ফরিদপুর সদর হাসপাতাল জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্টিত হয়।পরে তাকে আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে।এর আগে সাংবাদিক এমএ আজিজের মরদেহ ফরিদপুর প্রেসক্লাবে আনা হলে তার সহকর্মীরা ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
তার মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাহবুব পিয়ালসহ প্রেস ক্লাবের সকল সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।