শাহাদাত হোসেন সোহাগ, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার চারটি ইউনিয়নে বিনা মুল্যে ৪০০ পরিবারের মাঝে সজনা চারা ও ভার্মি কম্পোষ্ট বিনা মূল্যে বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে চকসাহাব্দী ফকিরগন্জ বাজার উন্নয়ন সংঘ অফিস এ এসব চারা গাছ বিতরণ করা হয়।বিতরণ কালে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাবা মনি আক্তার এবং প্রজেক্ট অফিসার মোঃ স্বপন মিয়া সহ BleNGS প্রজেক্ট এর কর্মকর্তা ।