নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় (অনুর্ধ্ব-১৭ বালক-বালিকা) বঙ্গবন্ধু- বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্বোধন করেন নাটোর -১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুচ আলী এবং ইউপি চেয়ারম্যানগণ।
উক্ত খেলায় দয়ারামপুর ইউনিয়ন একাদশ দুই এক গোলে জামনগর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।