আরিফুল ইসলাম আরিফ,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
জেলার ফুলবাড়ীতে ফারজানা সোনামণি নামের ১১ মাসের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী চর প্যাঁচাই গ্রামে। নিহত শিশু ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত শিশুর মা লাকি বেগম সোমবার বিকেলে বাড়ির পাশে বারোমাসিয়া নদী সংলগ্ন এলাকায় বোরো ধান মাড়াইয়ে ব্যস্ত থাকায় শিশুটি সবার অজান্তে পানিতে পড়ে যায়। পরে শিশুটির মা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।