আকাশ সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনূর্ধ্ব (১৭-) ২০২২, দূর্গাপুর বনাম আড়াইসিধা ইউনিয়নের খেলা তাপবিদ্যুৎ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা ৩ টায়।
আড়াইসিধা ইউনিয়কে ৩ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে দূর্গাপুর ইউনিয়ন পরিষদ। এই গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশ গ্রহণ করেছে ৮ টি ইউনিয়নের ৮ টি দল।
এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন সিকদার, আশুগঞ্জ ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ এনামুল হক, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাসেল, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন প্রমুখ্য।
নব্বই মিনটের নিধারিত খেলায় আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়ন পরিষদকে ৩ গোলে হারিয়ে বিজয় হয়েছে দূর্গাপুর ইউনিয়ন পরিষদ