মাহবুব পিয়াল,ফরিদপুর:
স্মরণকালের সেরা ফরিদপুর জেলা আওয়ামীলীগের কাউন্সিলে সদ্য নির্বাচিত জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামীলীগ। শুক্রবার বিকেলে তার ধুলদিস্থ বাসভবনে নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ মোফাজ্জেল হোসেন এর নেতৃত্বে নেতাকর্মীরা নব নির্বাচিত সভাপতি শামিম হকের হাতে ফুল দিয়ে বানানো বর্ণাঢ্য নৌকা তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হেলাল মেম্বার,সহ-সভাপতি দুলাল মেম্বার,সহ-সভাপতি ফজল প্রামানিক, ১ন ং ওর্য়াডের সভাপতি কালাম খান,সাধারন সম্পাদক খালেক মেম্বার, ২ন ং ওর্য়াডের সভাপতি আলাউদ্দিন খান,সাধারন সম্পাদক রাশেদ খান, ৩ন ং ওর্য়াডের সভাপতি কবির মোল্লা,সাধারন সম্পাদক বিল্লাল মৃর্ধা,৪ন ং ওর্য়াডের সভাপতি সালাম পাট্রাদার,সাধারন সম্পাদক নান্নু শেখ, ৫ন ং ওর্য়াডের সভাপতি আনসারউদ্দিন মোল্লা,সাধারন সম্পাদক ইয়াকুব মৃর্ধা, ৬ ন ং ওর্য়াডের সভাপতি মোঃ জালালউদ্দিন,সাধারন সম্পাদক আব্দুল জব্বার মোল্লা, ৭ন ং ওর্য়াডের সভাপতি লালন ফকীর,সাধারন সম্পাদক হেলাল মোল্লা, ৮ন ং ওর্য়াডের সভাপতি লাল মিয়া,সাধারন সম্পাদক বাদশা মোল্লা, ৯ন ং ওর্য়াডের সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেন,সাধারন সম্পাদক শেখ হবিসহ ইউনিয়ন আওয়ামীলীগ ওমর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।