আকাশ সরকার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসার নবগঠিত ম্যানেজং কমিটি ১ম সভা উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়, আলোচনা, পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত সভার সভাপতিত্ব করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিরাজী।
সিনিয়র প্রভাষক মাওলানা মজিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল ভূইয়া। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাসিম ভূইয়া কে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক মন্ডলী, গ্রামবাসী ও সাবেক ছাত্ররা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ নাসিম ভূইয়া, অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিরাজী, সহকারী অধ্যক্ষ মাওলানা খুরশিদ আলম ভূইয়া, বাংলা প্রভাষক মোঃ সাদেকুল ইসলাম রতন,
প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এনামুল হক এনু ভূইয়া, টনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আশ্রাফুল আলম ভূইয়া শামীম, টনকী জামে মসজিদের সাধারণ সম্পাদক সামসুল হক ভূইয়া মানিক, ওয়ার্ড মেম্বার মোঃ রেজাউল ইসলাম ভূইয়া, সাবেক মেম্বার মোঃ খুরশিদ আলম ভূইয়া, কমিটির সদস্য মোঃ শাহজাহান চৌধুরী প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য সমাজ সেবক মোঃ আবু নাছার ভূইয়া, কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, প্রতিষ্ঠানের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল আলীম ভূইয়া, সাবেক সদস্য মোঃ নুরু ভূইয়া সহ আরো অনেকে।
অনুষ্ঠানে গ্রামবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত ম্যানেজিং কমিটিকে মাদ্রাসার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার কথা বলা হয়, আর মাদ্রাসার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাসিম ভূইয়া বলেন, শীঘ্রই মাদ্রাসার চারদিকের সীমানা নির্ধারণ করে বাউন্ডারি প্রাচীর নির্মাণ সহ প্রতিষ্ঠানের অবশিষ্ট সকল উন্নয়ন কাজ করার সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান।