আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পাশাপাশি অবস্থিত দুটি ছাত্রী হলের মাঝে ইলেক্ট্রিক খুঁটি থেকে আকস্মিকভাবে ধোঁয়া বের হয়ে হলগুলোর আশেপাশের এলাকা বিদ্যুতায়িত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিশেষ করে কবি বেগম সুফিয়া কামাল হল দুর্ঘটনায় পতিত হয়।
গতকাল রাতে এমন ঘটনা ঘটে। দুর্ঘটনাপ্রবণ এলাকায় গিয়ে দেখা যায়, আশেপাশের মাটি গরম হয়ে গিয়েছে এবং ড্রেনে থাকা পানিতে মাছ, সাপ মরে গেছে। আপাতত কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, বৈদুতিক তার গলে গিয়ে পানিসহ কারেন্ট হয়ে গিয়েছে এবং ধোঁয়ার সৃষ্টি করেছে।
জানতে পেরে, ঘটনাস্থলে পবিপ্রবি প্রশাসন ও ছাত্রলীগের নেত্রী রেজোয়ানা হিমেল দ্রুত গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন।