শাহাদাত হোসেন সোহাগ, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে শ্রমিক সংকটের কারনে শ্রমিকের কাছে অসহায় হয়ে পড়েছে কৃষক। ভরা বোরো মৌসুমে পাকা ধান মাঠে রেখে দুশ্চিন্তায় রয়েছেন তারা। প্রকৃতি নির্ভর এই আবাদে সময়মতো ধান ঘরে তুলতে না পারলে যে কোন সময় শীলা বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে কৃষকের সোনার ফসল।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বোরো আবাদে ২২হাজার ৭৫৬ হেক্টর জমিতে বোরো ধান লাগানো হয়েছে। ইতোমধ্যে সারা উপজেলা জুড়ে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। ফলন ভালো হলেও ধান কাটা নিয়ে বিপাকে পড়েছে কৃষক। এখন শ্রমিক সংকটের কারনে প্রতি একর জমির ধান কাটতে ১৪/১৫ হাজার টাকা নিচ্ছে শ্রমিকরা। অথচ প্রতিমন ধানের বর্তমান বাজার দাম ৬০০ থেকে ৭০০ টাকা মন। বর্তমান বজার দর ও অধিক শ্রমিক মজুরীতে ধানের উৎপাদন খরচ বেশি পড়ছে বলে কৃষকরা জানান।