মোঃ মিজানুর রহমান পাহাড়, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
“প্রাণের টানে মিলে মিশে, শরীয়তপুর-৮৮ সবার পাশে” এই শ্লোগানকে সামনে রেখে পালিত হলো শরীয়তপুর-৮৮ বন্ধু ফাউন্ডেশনের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান।
৪ মে বুধবার বেলা ১১টায় শরীয়তপুর পৌর মিলনায়তনে এ ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুর আগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মিলনায়তনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে শরীয়তপুর-৮৮ বন্ধু ফাউন্ডেশনের সভাপতি এবং নড়াইল জেলার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ভিপি শামীম সহ সব সদস্য উপস্থিত ছিলেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সরকারি সংগীত কলেজের শিক্ষক মাইনুল আহসান বাবুল সহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।