শেখ সোহেল, বাগেরহাট:
বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও উপহার (খাদ্য সামগ্রী) ও নগদ টাকা বিতরণ করা হয়।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে পোটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাট (অব) এর সহযোগিতায় বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই সময়ে প্রধান অতিথি ছিলেন পোটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাটের সভাপতি খন্দোকার নাজমুল হক জুয়েল। আরো উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, পোটেনশিয়াল ইউনিটি অব বাগেরহাটের সদস্য সৈয়দ মোনায়েম হোসেন, সেখ সাকির হোসেন, আসাদুজ্জামান, প্রতিবন্ধি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাংশু
কুমার পাল আরো উপস্থিত সিনিয়র শিক্ষক পারভিন আক্তার,সানজিদা খানমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই সংগঠনের পক্ষ থেকে ৪০ জন প্রতিবিন্ধি শিক্ষার্থীকে খাদ্য সামগ্রী ও ঈদ সালামী হিসেবে নগদ ২০০ শত টাকা করে প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, তেল, ঘি, সেমাই, চিনি,
দুধ, লবণ, বাদাম, কিশমিশ, জিরা, মসলা, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় বেশকিছু সামগ্রী দেওয়া হয় তাদের মাঝে।