মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে! স্বপ্নকুড়ি মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অসীম কুমার সরকার , কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি হাসান আলী, সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান রাসেল, জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক, সাংগঠনিক সম্পাদক রজব আলী প্রেস বিপুল, কুড়িগ্রাম সদর শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর ইসলাম, শ্রমিক নেতা নুর আমিন মিলন, জয়নাল আবেদীন, মোজাম্মেল হোসেন, মজনু মিয়া, কুড়িগ্রাম জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক দপ্তর সম্পাদক মোঃ এরশাদুল হক, কুড়িগ্রাম জেলা ওয়েল্ডিং স্টিল আলমারি ও ট্রাংক শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরজামাল, সাধারণ সম্পাদক বাবু মিয়া, কুড়িগ্রাম জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কার্যকরী সভাপতি আমিনুর রহমান , জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে পৃথক ভাবে আলোচনা সভা ও রেলি আয়োজন করে কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আয়নাল হক , কার্যকরী সভাপতি মোঃ মকবুল হোসেন , সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম । কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে সকল শ্রমিকদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয় ।