কাজী তানভীর মাহমুদ,স্টাফ রিপোর্টার :
‘মানবতার সেবায়’ এই শ্লোগানে আমরা সনাতনী যুবক-রাজবাড়ী এর উদ্যোগে শতাধিক নৈশ প্রহরী ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল ৪ টায় রাজবাড়ী ফল বাজারের স্বর্ণকমল মার্কেট প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সনাতনী যুবক-রাজবাড়ী এর সমন্বয়ক বিপ্লব সাহা জানান, ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি। ঈদের আনন্দ কে বাড়িয়ে দিতে শতাধিক অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে পোলার চাউল, তৈল, পিয়াজ, সেমাই, দুধ, চিনি, আলু, লবন দেয়া হয়েছে। এ সময় সংগঠনের সদস্য বিপ্লব, সুমন,রাজেশ, গৌতম, আকাশ,সমর, রতন,অনিক,রুদ্র, গৌড় চাদ, পিপাস, সহ অনেকে উপস্থিত ছিলেন।